শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদের দিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০১:৪৭

পবিত্র ঈদুল আজহার দিন (২১ জুলাই) সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের তথ্য কর্মকর্তা শরিফুল আলম।

তিনি জানান, আগামী ২০ জুলাই একতা, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের চলাচল বন্ধ থাকবে। ২১ জুলাই সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। ২২ জুলাই একতা, সুন্দরবন, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের চলাচল বন্ধ থাকবে।

বুধবার থেকে চলবে আরও ১৯ জোড়া ট্রেন

এদিকে ঈদুল আজহার ফিরতি যাত্রায় যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা নেই, তবে ট্রেনের বগি বাড়ানো হতে পারে বলে রেল সূত্রে জানা গেছে।

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ২২ জুন যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ১ জুলাই শুরু হয়েছিল সর্বাত্মক লকডাউন, যার মেয়াদ ছিল ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত। ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ অগাস্ট মধ্যরাত পর্যন্ত আগের সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে।

ইত্তেফাক/এমআর