বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিআরটিএর জরুরি সেবা চালুর একদিন পরেই বন্ধ!

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৯:২১

সোমবার (২৬ জুলাই) থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সীমিত পরিসরে কিছু জরুরি সেবা চালু করেছিল। কিন্তু জরুরি সেবা চালুর একদিন পরেই আজ মঙ্গলবার সেবা কার্যক্রম বাতিল করলো সংস্থাটি।

মঙ্গলবার (২৭ জুলাই) বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা সংক্রমণের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় বিআরটিএর সব সেবা কার্যক্রম সরকারের নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লকডাউনের কারণে বর্তমানে বন্ধ রয়েছে বিআরটিএর সকল সেবা।

ইত্তেফাক/এনএ