শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিটি করপোরেশন নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন।

 

ডিএনসিসির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নৌকা, জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙল, আব্দুর রহিম (স্বতন্ত্র প্রার্থী) টেবিল ঘড়ি, ন্যাশনাল  পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান আম ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান বাঘ প্রতীক পেয়েছেন।

 

রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালানো আহ্বান জানিয়েছেন। উত্তরে কাউন্সিলর পদে ১২৪জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর পদে ১২৫জন প্রার্থী মাঠে রয়েছেন।

 

ইত্তেফাক/এএম