শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২৫ সেপ্টেম্বরের মধ্যে পুনঃচালু হবে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন: রেলমন্ত্রী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩১

বন্ধ থাকা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো দিন চালু হবে ঢাকা-সিরাজগঞ্জের মধ্যে চলাচলকারী বন্ধ থাকা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন।’

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলার বন্ধ হয়ে যাওয়া ট্রেন পুনরায় চালু করার বিষয়ে রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এই ঘোষণা দেন।  বৃহস্পতিবার  রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

রেলপথমন্ত্রী  বলেন, ‘বর্তমান সরকার জনবান্ধব সরকার, উন্নয়নের সরকার। সরকার সুবিধা বাড়ায়। কোনো সুবিধা কমায় না।’ তিনি আরও বলেন, ‘রেলকে একসময় ধ্বংস করে দেওয়া হয়েছিল।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে আলাদা গুরুত্ব দিয়েছেন। রেলকে ঢেলে সাজাচ্ছেন।  রেল  সাধারণের বাহন হিসেবে যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ 

স্থানীয় নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে।  এ মাসেই পরামর্শক নিয়োগের চুক্তি হবে।’ 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান প্রমুখ। 

সভায় আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত হোসেন,  পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ প্রমুখ। 

 

ইত্তেফাক/এনই/ইউবি