শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশ-ভারতের মধ্যে সপ্তাহে ২১ ফ্লাইট

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০২:৫৫

বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে উভয় দেশের মধ্যে সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচল করবে। গতকাল সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, ভারত এবং বাংলাদেশ যৌথভাবে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে উভয় দেশেই সাতটি থেকে ২১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এর ফলে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশে ভ্রমণকারীরা উপকৃত হবেন। 

এদিকে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ১৫ নভেম্বর থেকে সবার জন্য খুলে দেওয়া হচ্ছে ভারতের পর্যটন ভিসা। আগামী ১৫ নভেম্বর থেকে পর্যটন ভিসায় ভারত ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরাও। থাকছে না কোয়ারেন্টাইন অথবা বাড়তি কোনো নিয়মের ঝামেলা। তবে করোনার অন্যান্য বিধিনিষেধগুলো মেনে চলতে হবে।

ইত্তেফাক/এএএম