মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৩৮তম বিসিএস

নন-ক্যাডারে নিয়োগ পেলেন আরও ২৭৭ জন

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০

৩৮তম বিসিএসে উত্তীর্ণ হয়েও ক্যাডার না পাওয়া ২৭৭ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পলিটেকনিক/মনো টেকনিক ইনস্টিটিউটসমূহে জুনিয়র ইন্সট্রাক্টর (নন-ক্যাডার) পদে তাদের নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ৩৮তম বিসিএসের লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন প্রার্থীদের মধ্য থেকে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতরের অধীন পলিটেকনিক/মনো টেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর (নন-ক্যাডার) পদে সুপারিশপ্রাপ্ত ২৭৭ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়েছে।

গত বছরের ৩০ জুন ৩৮ তম বিসিএসের চূড়ান্ত ফলে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।

ইত্তেফাক/জেডএইচডি