বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাংবাদিক গাফফার চৌধুরীর খোঁজ নিলেন রাষ্ট্রপতি

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১১:৫০

লন্ডনে চিকিৎসাধীন সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরীর চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে দর্শনার্থী সংক্রান্ত বিধিনিষেধের কারণে রাষ্ট্রপতি টেলিফোনে তার খোঁজ-খবর নেন।

এ সময় রাষ্ট্রপতি আবদুল গাফফার চৌধুরীর আশু আরোগ্য কামনা করেন। তিনি সুস্থ হয়ে শিগগির স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন তিনি।

ইত্তেফাক/এমএএম