বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গ্যাসের দাম বাড়লে আন্দোলন গড়ে উঠবে: ড. কামাল

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৮:২১

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। অন্যথায় আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলেন।

গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে গণফোরামের এই দুই নেতা বলেন, এ সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে। জনজীবন, উৎপাদন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। শিল্প-কারখানা, পরিবহন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও যাতায়াত খরচের উপরও পড়বে। 

আরো পড়ুন: তিন ট্রাংকের ব্যাখ্যা দিলেন রোকেয়া হলের প্রভোস্ট

তারা আরো বলেন, গণশুনানির নামে প্রতারণা ও এলএনজি ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা হচ্ছে। এটি বন্ধ না করা হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

ইত্তেফাক/জেডএইচ