শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৯:১০

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, 'বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত'। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানের তাহের টাওয়ারের ১৫তম ফ্লোরে দুঃস্থ, অসহায় নারীদের কর্মসংস্থান সহায়ক বেসরকারি প্রতিষ্ঠান সিএইচডিএস হেড সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'বাংলাদেশে বর্তমানে প্রশাসন, ব্যবসায় বা রাজনীতিতে সকল ক্ষেত্রেই নারীর ক্ষমতায়ন সুস্পষ্ট হয়েছে। দেশের নারীরা এখন কেবল সরকারি চাকুরিতেই নয়, ব্যবসা-বাণিজ্যেও নিজেদেরকে সক্ষম করে গড়ে তুলছে। ঘরে বসেও নারীরা আজকাল ফ্রি-ল্যান্সিং করে অর্থ উপার্জন করে সংসারে জোরালো ভূমিকা পালন করছে। এসবই সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে'।

আরও পড়ুন:  বগুড়ায় গ্যাং রেপ-হত্যা: ৩ বছর পর চার্জগঠন

অনুষ্ঠানে সিএইচডিএস-এর প্রধান নির্বাহী মিয়া মোহাম্মদ ইসহাকসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি