শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বন্ধ কারখানা চালু করে বেকারদের কর্মসংস্থান করা হবে: শিল্পমন্ত্রী

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৮:০৭

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘বর্তমান সরকার শিল্প বান্ধব। দেশে যে সকল বন্ধ শিল্প কারখানা রয়েছে সেগুলো শিগগিরই চালু করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’

রবিবার বিকেলে সাভারের আশুলিয়ায় জিরাবো বটতলা এলাকার আমান স্পিনিং মিলস এর নতুন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সাথে দেশ ও বিদেশের ব্যবসায়ীদের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। বর্তমান সরকারের আমলে দেশের শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে।’

আরো পড়ুন: রাহুল দেখতে লেজ নাড়ানো কুকুরের মত: গণপত ভসাভা

এর আগে মন্ত্রী আমান স্পিনিং মিলস এর নতুন প্রকল্পের উদ্বোধন এবং কারখানার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আমান স্পিনিং মিলের চেয়ারম্যান এম আমান উল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক তাহরিন আমান, আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক সানা শামীনুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ