বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সরকারের প্রথম ১০০ দিন উদ্যমহীন, উচ্ছ্বাসহীন ও উদ্যোগহীন: সিপিডি

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:৪৪

বর্তমানে সামগ্রিক অর্থনীতিতে এক ধরনের নেতিবাচক চাপ সৃষ্টি হয়েছে। বেশিরভাগ সূচকই নিম্নমুখী। বিশেষ করে বৈদেশিক লেনদেনে যে ঘাটতি সৃষ্টি হয়েছে তা আমাদের সোনার সংসারে আগুন লাগিয়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মনীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

 

মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে ‘বর্তমান সরকারের প্রথম ১০০ দিন বাংলাদেশের উন্নয়নে স্বাধীন পর্যালোচনা’ শীর্ষক সিপিডির এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। দেবপ্রিয় বলেন, সরকারে প্রথম ১০০ দিন ছিল উদ্দমহীন, উত্সাহহীন উচ্ছ্বাসহীন, উদ্যোগহীন।

 

তিনি উল্লেখ করেন, কোথাও যেন সরকারকে একটি প্রথিত গোষ্ঠী করায়ত্ব করে নীতি নির্ধারণ করছে।

 

ইত্তেফাক/এএম