বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিরতিহীন ‘বনলতা’র আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১১:৩৫

রাজশাহী-ঢাকা বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীবাসীর বহুলপ্রত্যাশিত এ ট্রেনের শুভ উদ্বোধন করবেন।

 

সকাল ১০টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন উপস্থিত থাকবেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সুসম্পন্ন হয়েছে।

আরো পড়ুন : কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে চান খন্দকার মোশাররফ

এ দিকে, গত মঙ্গলবার রাতে ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদী থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। বুধবার দিনভর অনেককে এ ট্রেনের সাথে সেলফি তুলতে দেখা গেছে। অন্য দিকে, ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনী উপলক্ষে ঝকঝকে-পরিপাটি করে সাজানো হয়েছে রাজশাহী রেলওয়ে স্টেশন।

 

ইত্তেফাক/ইউবি