শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হয় দুর্নীতিবাজরা থাকবে, না হয় আমি থাকব: গণপূর্তমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২০:১৩

দুর্নীতির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। নিজ মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘হয় দুর্নীতিবাজরা থাকবে, না হয় আমি থাকব।’

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন গণপূর্তমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির উপর জিরো টলারেন্স। দুর্নীতি দূর করতে তিনি সরকার গঠন করেছেন। আমি সেই সরকারের একজন মন্ত্রী। আমার অধীনে কেউ দুর্নীতি করতে পারবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘রাজউকে এক হাজারের বেশি ফাইল পাওয়া যাচ্ছিল না। আমরা ইতোমধ্যে ৭০০ ফাইল উদ্ধার করেছি। অনেক ডেস্কের তালা ভেঙে ফাইল বের করেছি। ফাইল বের হতে হবে। হয় ফাইল বের হবে, না হয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বের হয়ে যেতে হবে।’

শ. ম. রেজাউল করিম বলেন, ‘আমি নিজে ঘুষ খাই না। কমিশন খাই না। আমার অধীনস্থ কোনো কর্মকর্তা-কর্মচারীকেও ঘুষ খেতে দেব না। কমিশন বাণিজ্য ও সিন্ডিকেট করতেও দেব না। সিন্ডিকেট বাণিজ্য বন্ধ।’

তিনি বলেন, ‘গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজউকের বেশকিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আমার কাছে রয়েছে। সবাইকে ভালো হতে হবে। ভালো যদি না হয় খুব শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেট আমি ভাঙবই। এটা আমি করতে না পারি তাহলে আমি হারিয়ে যাব। অন্যথায় যাদের দুর্নীতির কারণে মানুষ ভুগছে তারাই হারিয়ে যাবে।’

ইত্তেফাক/জেডএইচ