শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হিথরো বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন হাইকমিশনার মুনা

আপডেট : ১৬ মে ২০১৯, ০৯:০২

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার বিকেলে লন্ডন এসে পৌঁছেছেন। লন্ডনের হিথরো বিমান বন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনীম।

 

রাষ্ট্রপতি চিকিৎসার জন্য  লন্ডন এসেছেন। লন্ডন থেকে চিকিৎসা শেষে তিনি জার্মানির ফ্রাংকফুর্টেও চিকিৎসা সেবা নিতে যাবেন। এর আগে সকাল ৯টায়  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন বিমানবন্দরে তাকে বিদায় জানান।

 

কূটনৈতিক কোরের ডিন, যুক্তরাজ্য ও জার্মানির দূত, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান, আইজিপি ও স্বরাষ্ট্র সচিব এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে সাইবার নিরাপত্তায় জরুরি অবস্থা ঘোষণা

লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি। পরে সেখান থেকে তিনি জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাবেন। এই সফর শেষে ২৬ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

 

ইত্তেফাক/ইউবি