মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিকের শিক্ষকদের কমপক্ষে ১ বছরের জন্য দুর্গম এলাকায় পদায়নের সুপারিশ

আপডেট : ১৯ মে ২০১৯, ১৬:৪১

চাকরি জীবনের শুরুতে প্রাথমিকের শিক্ষকদের কমপক্ষে ১ বছরের জন্য চরাঞ্চল, পাহাড়ি, হাওর ও দুর্গম এলাকায় পদায়নের সুপারিশ করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায়। রবিবার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুজিব বর্ষ পালনের বিভিন্ন কর্মসূচি ও উপানুষ্ঠনিক শিক্ষা ব্যুরোর বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  জুলাই থেকে চালু হচ্ছে ১০ বছর মেয়াদের ই-পাসপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, ইসমাত আরা সাদেক, মেহের আফরোজ, আলী আজম, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, মো. জোয়াহেরুল ইসলাম, ফেরদৌসী ইসলাম এবং মোঃ মোশারফ হোসেন সভায় অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/জেডএইচডি