মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুই মন্ত্রীর দায়িত্ব কমানো হয়েছে

আপডেট : ১৯ মে ২০১৯, ২০:০২

সরকার ক্ষমতা গ্রহণের ৫ মাসে প্রথমবারের মতো মন্ত্রিসভার দায়িত্বে পরিবর্তন এনেছে। এতে দুই জন মন্ত্রীর দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে। আজ রবিবার দায়িত্ব পুনর্বণ্টন করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী এই পুনর্বণ্টন করে দেন। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোস্তাফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব তার কাছে থাকছে না। এই বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এখন এই বিভাগের দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন: মোবাইল ব‌্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়লো 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর দায়িত্বে থাকবেন। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে শুধু পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে দেওয়া হয়েছে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব।

ইত্তেফাক/এমআই