শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু

আপডেট : ২২ মে ২০১৯, ১৪:১৪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। বুধবার রাজধানীর গুলিস্তান মোড়ে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও খবর: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বেড়েই চলেছে

এ সময় জানানো হয়, নতুন সংগৃহীত ১৫টি বিলাসবহুল এসি বাসের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এই বাস সার্ভিস পরিচালিত হবে। বিআরটিসির নারায়ণগঞ্জ ডিপোর মাধ্যমে এই সার্ভিস চলবে। রুটটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, মেয়র হানিফ ফ্লাইওভার, সাইনবোর্ড, চাষাঢ়া হয়ে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া। বাসে ঢাকা-চাষাড়া জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, ঢাকা-মণ্ডলপাড়া ৫৫ টাকা।

ইত্তেফাক/এমআরএম