শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নরেন্দ্র মোদিকে জেপির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা

আপডেট : ২৩ মে ২০১৯, ১৭:৪৫

ভারতের লোকসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে বিজেপি। এ নিয়ে ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।

জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম এক বিবৃতিতে জানান, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, ‘বাংলাদেশ এবং ভারত বন্ধুপ্রতীম দেশ। আমাদের পারস্পরিক সম্পর্ক অতি উচ্চ স্তরে। আমরা আশা করি আগামী দিনগুলিতে এ সম্পর্ক আরও জোরদার হবে। স্বার্বভৌম সমতার ভিত্তিতে দুই বন্ধুপ্রতীম দেশ তাদের সম্পর্ককে উভয় দেশ ও জনগণের কল্যাণে আরও উচ্চ মাত্রায় নিয়ে যাবে।

আরও পড়ুন: ভারত আবারও জয়ী হলো: নরেন্দ্র মোদি

আমরা ভারতের নবনির্বাচিত সরকারের সাফল্য কামনা করি। আশা করি দুই দেশের মধ্যে বিরাজমান সমস্যাগুলি দুই সরকার শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করবে।’

ইত্তেফাক/নূহু