মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ২৭ মে ২০১৯, ১২:৩৭

আজ সোমবার বিকেলের মধ্যে ঢাকা,ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। যদিও বেলা সোয়া ১২টার দিকে এ প্রতিবেদন তৈরির সময় হালকা বৃষ্টি শুরু হয়। পরে তা থেমে যায়।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: শার্শায় দুই সন্তানসহ মায়ের ‘আত্মহত্যা’

এক সতর্ক বার্তায় জানানো হয়, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম