শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জিয়াউদ্দিন বাবলুর অবস্থা সঙ্কটাপন্ন, এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে

আপডেট : ১২ জুন ২০১৯, ০০:৩৬

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু গুরুতর অসুস্থ। ঈদেরদিন সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি জটিল রোগে ভুগছেন। বর্তমানে তার অবস্থা সঙ্কটাপন্ন। উল্লেখ্য সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক জিএস বাবলু জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের ভাগ্নি জামাই।

জিয়াউদ্দিন বাবলুর স্ত্রী ফরিদা সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৫ সালে মারা যান। ফরিদা নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। বর্তমান স্ত্রী মেহেজেবুন্নেছা রহমানও অধ্যাপক। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির বিবিএর প্রোগ্রাম ডিরেক্টর। প্রথম সংসারে তাঁর এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

ইত্তেফাক/আরকেজি