মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাতীয় সংসদে অর্থমন্ত্রী

আপডেট : ১৩ জুন ২০১৯, ১৩:৩৮

২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার জন্য জাতীয় সংসদে প্রবেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি জাতীয় সংসদে প্রবেশ করেন। এর আগে তিনি দুপুর পৌনে ১টার দিকে গুলশানে তার নিজ বাসা থেকে জাতীয় সংসদের উদ্দেশ্যে রওনা হন।

 

অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি প্রথম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা একাদশ বাজেট। আগামী ৩০ জুন এই বাজেট পাস হবে। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।  

আরো পড়ুন : ক্যামেরুনে বোকো হারামের হামলায় নিহত ২৪

নতুন বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৮ দশমিক ১ শতাংশ। চলতি বাজেটের আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। সে হিসাবে নতুন বাজেটের আকার বাড়ছে ১২ দশমিক ৬ শতাংশের বেশি। বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯৫০ কোটি টাকা। যা চলতি অর্থবছরের বাজেট থেকে ২০ হাজার ৬৫৭ কোটি টাকা বেশি।

 

ইত্তেফাক/ইউবি