শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোহেল তাজের ভাগ্নে উদ্ধার হয়ে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ জুন ২০১৯, ১৬:৪০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে উদ্ধারে পুলিশ কাজ করছে, তিনি উদ্ধার হয়ে যাবেন।’ 

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর শেষে তিনি এ কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সোহেল তাজ জানিয়েছেন, তার ভাগ্নেকে নাকি পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। আমি তো মনে করি, তার ভাগিনা কোথাও গিয়ে থাকলে তিনি ফিরে আসবেন, না হলে এর মধ্যে আমাদের পুলিশ কর্মকর্তারা আইনগত ব্যবস্থা নেবেন। তাকে খুঁজে বের করার চেষ্টা করবেন।’

আরও পড়ুন: দুই মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আমি এগুলো শুনিনি। সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ আমাকে ফোন করে বলেছেন এই রকম একটা ঘটনা ঘটেছে। আমি শুনে পুলিশ কমিশনারকে যা বলার বলে দিয়েছি। তিনি কাজ করছেন। হয়তো তার খোঁজ পাওয়া যাবে এবং তিনি বেরিয়ে আসবেন।’

ইত্তেফাক/কেকে