শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাতৃভাষায় অবদানের জন্য আন্তর্জাতিক পদক দেবে সরকার

আপডেট : ২৪ জুন ২০১৯, ১৭:৩০

মাতৃভাষায় অবদান রাখার জন্য প্রতি দুই বছর পরপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মোট চারজনকে পুরস্কার দেবে সরকার। জাতীয় ক্যাটাগরিতে দুইজন এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে দুইজনকে এই পুরস্কার দেওয়া হবে। ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়কেই পদকের জন্য বিবেচনা করা হবে। 

এসব বিধান রেখে তৈরি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পদক নীতিমালা-২০১৯ এর খসড়ায় মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে।

সোমবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এই খসড়ায় অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

আরো পড়ুন: রাইড শেয়ারিংয়ে প্রায়ই ঘটছে যাত্রী হয়রানি

সচিব জানান, ২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে দুই বছর পরপর সরকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পদক বিতরণ করবে। এই পুরস্কার হবে একুশে পদকের বাইরে। জাতীয় এবং আন্তর্জাতিক এই দুই ক্যাটাগরিতে পদক দেওয়া হবে। প্রতি ক্যাটাগরিতে দুইটি পদক করে মোট চারটি পদক দেওয়া হবে।

দেশীয়ভাবে পদকের মূল্যমান হবে চার লাখ টাকা। আন্তর্জাতিক ক্যাটাগরিতে পদকের মূল্যমান পাঁচ হাজার ডলার, তিনি আরও জানান।

পদক বাছাইয়ের জন্যে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নেতৃত্বে একটি কমিটি আলাদাভাবে কাজ করবে। 

ইত্তেফাক/এমআই