শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এনডিসি’র প্রশিক্ষণার্থীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

আপডেট : ৩০ জুন ২০১৯, ১৬:০৬

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) পরিচালনায় আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে (এএফডব্লিউসি) অংশগ্রহণকারী ৫০ জন প্রশিক্ষণার্থী আজ রবিবার ঢাকার শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করা হয় এবং এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম সেলিনা হক সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর/সংস্থার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। 

আরো পড়ুন: ইতিহাস সৃষ্টি করলেন ট্রাম্প

পরিদর্শনকারী কর্মকর্তাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় সম্পর্কে সভায় অবহিত করা হয়। অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা ও কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআই