শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসমূহকে এগিয়ে আসার আহ্বান পরিকল্পনামন্ত্রীর

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৫:৫৬

এসডিজি বাস্তবায়নে উন্নয়ন অংশীদার ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসমূহকে আর্থিক ও কারিগরি সক্ষমতা তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান।

পরিকল্পনামন্ত্রী বুধবার জাতিসংঘের চলতি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরাম (এইচএলপিএফ) এর গুরুত্বপূর্ণ অংশ কান্ট্রি স্টেটমেন্টে বক্তৃতাকালে এ আহ্বান জানান।

২০৩০ সালের মধ্যে এসডিজির পূর্ণ বাস্তবায়নে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজনের কথা উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, এক্ষত্রে উন্নয়ন অংশীদার ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসমূহকে আর্থিক ও কারিগরি সক্ষমতা তৈরিতে এগিয়ে আসতে হবে।

আরো পড়ুন: আরও একটি সুপার ওভার হতেই পারতো : টেন্ডুলকার

তিনি তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এসডিজি বাস্তবায়ন প্রচেষ্টায় বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সামগ্রিকভাবে সমাজের সকলকে সাথে নিয়ে জাতীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছি যাতে প্রতিটি নাগরিক উন্নয়ন কর্মকান্ডে অংশ নিতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারেন।

ইত্তেফাক/এমআই