মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডেঙ্গুতে খুলনা ও ময়মনসিংহে তিনজনের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৬:৩৬

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছেন। রবিবার রাতে ও সোমবার সকালে তারা মারা যান। তিনজনের মৃত্যুর বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

খুলনা অফিস জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মিজানুর পেশায় সবজি বিক্রেতা ছিলেন। খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গুরোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ১০ দিনে ১৭৫ কোটি ডলারের রেমিট্যান্স

এর আগে গত ১৫ আগস্ট (বৃহস্পতিবার) মিজানুর রহমান খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। মৃত মিজানুর রহমানের বাড়ি রূপসা উপজেলার খাঁজাডাঙ্গা গ্রামে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা.এস এম আব্দুর রাজ্জাক বলেন, খুলনায় আজ সোমবার পর্যন্ত ৫৭৩জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৯ জন। তারমধ্যে ২০জন আজ সোমবার ভর্তি হয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত খুলনায় একজন বৃদ্ধাসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রবিবার রাত ৮টার দিকে  রাসেল মিয়া (৩২) নামে এক যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামে। এছাড়া সোমবার সকালে একই হাসপাতালে কেন্দুয়ার আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি মারা যান। তারা কয়েকদিন আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার।

ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত  হাসপাতালে মারা গেছেন ৩ জন। ২৪ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ১০৬০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন ৮৮৩জন। বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন আছেন ১৭৪ জন।

ইত্তেফাক/এমআরএম