শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডেঙ্গু জ্বরে আরো পাঁচজনের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২০:৫৭

রাজধানীর ঢাকাসহ সারা দেশে নতুন করে ডেঙ্গু জ্বরে আরো পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার ও সোমবার এ মৃত্যুর ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর নিয়ে ডেস্ক রিপোর্ট।

পুরান ঢাকা: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ফাতেমা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দুই নারীসহ ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১ জন রোগী ভর্তি হয়েছেন মিটফোর্ড হাসপাতালে। এ নিয়ে হাসপাতালে ৩৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেন। বিষয়টি নিশ্চিত করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ডেঙ্গু নিয়ন্ত্রণ সেল।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন যুবক মারা গেছেন। তারা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চারনিকি গ্রামের মঞ্জুরুল হকের ছেলে রাসেল মিয়া (৩৪),  নেত্রকোনার কেন্দুয়ার আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (৪০) ও নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আব্দুর রাজ্জাকের পুত্র সেলিম মিয়া (২৭)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার জানান, সোমবার ভোরে আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১১ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।  অপরদিকে সোমবার দুপুরে মারা যান সেলিম মিয়া।  ১৫ নং ওয়ার্ডের ৪ নং ইউনিটে ভর্তি ছিলেন। 

রবিবার রাত আটটার দিকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রাসেল মিয়া নামে (৩৪) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। রাসেল ঈদের পরদিন কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তিনি মারা যান। 

খুলনা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মিজানুর পেশায় সবজি বিক্রেতা ছিলেন। খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৬১৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫৭ জন এবং ঢাকার বাহিরে ভর্তি হয়েছেন ৮৫৮ জন। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা কমেছে বলে প্রতিবেদনে বলা হয়।

ইত্তেফাক/জেডএইচ