শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পদ্মাসেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে আগামী জুলাইয়ে: অর্থমন্ত্রী

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:৫০

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বছরের জুলাই মাসে যান চলাচলের জন্য পদ্মাসেতু খুলে দেয়া হবে। সরকারের ধারাবাহিকতা ধরে রাখা গেলে আগামী বাজেটের আকার হবে ১০ লাখ কোটি টাকা।

শুক্রবার ক্যাম্পাস উন্নয়ন কেন্দ্র আয়োজিত যুগশ্রেষ্ঠ শিক্ষা উদ্যোক্তা স্বর্ণপদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ক্যাম্পাসের ৩৬ বছর পূর্তি উপলক্ষ্যে শিক্ষা প্রসারে অসামান্য অবদান রাখায় সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।

অর্থমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়তে লক্ষ্যমাত্রা ঠিক করা আছে। তাই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একের পর এক মেগাপ্রকল্প সরকার বাস্তবায়ন করছে।

ইত্তেফাক/আরকেজি