বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডেঙ্গু নিয়ন্ত্রণের অভিজ্ঞতা অর্জনে সিঙ্গাপুরে সাঈদ খোকন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৮

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন সংক্রামক রোগ নিয়ন্ত্রণের অভিজ্ঞতা অর্জনের জন্য সিঙ্গাপুর গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রবিবার রাতে মেয়র সিঙ্গাপুরে পৌঁছান বলে জানায় সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ।

সিঙ্গাপুর সফরে মেয়রের সঙ্গে আছেন- ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ। 

আরো পড়ুন: সেই রোহিঙ্গা তরুণী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট’ নামে নতুন একটি বিভাগ খুলতে যাচ্ছে ডিএসসিসি। এ বিভাগ পরিচালনার জন্য জনবল নির্ধারণ, কর্মপদ্ধতি জানা, কারিগরিসহ পরিবেশগত নানা বিষয়ে জানতে সিঙ্গাপুরে গিয়েছেন মেয়র। 

এই সফরে তিনি সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সির এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন করবেন। 

ইত্তেফাক/জেডএইচ