মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘দেশের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৮

গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী  শ. ম রেজাউল করিম বলেছেন, যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সারা দেশের সাথে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করছেন। স্বরূপকাঠি - কুড়িয়ানা সড়কের কাজ শুরু হয়েছে। একজন সেবক হিসেবে পিরোজপুর জেলাকে মডেল জেলা হিসেবে গড়তে চাই।  রাজনৈতিক ও দলীয় মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু উন্নয়নের স্বার্থে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

 

শনিবার দুপুরে সন্ধ্যা নদীতে ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে ফেরিঘাট চত্বরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, সন্ত্রাস, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোন দল নেই। আমরা কোন ক্যাডার চাই না। রাজনীতি কোন ব্যবসা নয়। দল করবেন দলীয় সিদ্ধান্ত মানবেন না, তা হবে না।সিদ্ধান্ত মেনে দলীয় কর্মকাণ্ডে নিজকে নিয়োজিত করতে হবে।

 

ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ প্রমুখ।

 

এ সময় পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হাকিম হাওলাদার, সাবেক সচিব এম শামসুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কানাই লাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/ইউবি