বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশটাকে নিজের মনে করি, দেশটাকে ভালবাসি: খাদ্যমন্ত্রী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ‘আমরা এই দেশটাকে নিজের মনে করি। আমরা কে কোন দল করতাম, কোন নেতাকে বেশি ভালবাসি, সেটা বড় কথা নয়, দেশটাকে ভালবাসি। আমরা যে যার জায়গা থেকে সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করি, তাহলে আমার মনে হয় ২০৪১ সাল নয় ২০৩১ সালের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব।’

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চোরাচালান বিরোধী টাস্কফোর্স কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে জোরে সোরে কাজ চলছে এবং জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটা গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে। অতএব, আমাদেরকে সাবধান হতে হবে। আমার কোন জেলা বা উপজেলার নেতারা যদি মাদক সম্পর্কে কোন সুপারিশ করে তাহলে তার নামটা চার্জশিটে ঢুকিয়ে দিবেন।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘ক্লাসে গিয়ে প্রথমে মাদকের বিরুদ্ধে এক মিনিট কথা বলুন। এক মিনিট প্রতিদিন যদি বলতে থাকেন তাহলে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকবে।’

আরো পড়ুন: এনআরসি আতঙ্কে পশ্চিমবঙ্গে দুই যুবকের আত্মহত্যা!

 

জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী মান্নান মিয়া বিপিএম, ১৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান, ১৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, জেলা মাদক দ্রব্যর সহকারী উপপরিচালক দিদারুল ইসলাম, পিপি অ্যাড. আব্দুল খালেকসহ প্রমুখ বক্তব্য দেন। 

ইত্তেফাক/জেডএইচ