শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘আরও ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান করা হবে’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:০২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আরও ১০লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান করা হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

মাগুরায় প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে রবিবার সকালে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে তিনি এ কথা বলেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন তিনি। এরআগে সেমিনারের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক গৌরী শংকর ভট্টাচার্য, বাংলাদেশ হাইটেক পার্ক প্রকল্প এর ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ। সেমিনারে জেলার ৩০০জন তরুণ-তরুণী প্রশিক্ষণ নেয়। বিকালে প্রতিমন্ত্রী প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

ইত্তেফাক/আরকেজি