শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হালকা শীতের সঙ্গে কুয়াশা পড়তে পারে

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৩:৫৫

দেশের কিছু কিছু এলাকায় হালকা শীতের সঙ্গে কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সোমবার আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, আগামী ১০/১২ দিন দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেশের কিছু কিছু জায়গায় রাতে হাল্কা শীত পড়তে পারে এবং দেশের বিভিন্ন এলাকায় সামান্য কুয়াশা পড়তে পারে।

আগামী তিন দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের অবশিষ্ট অংশ থেকে বিদায় নিতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: টঙ্গীতে বস্তার গোডাউনে অগ্নিকাণ্ড

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগ থেকে বিদায় নিতে পারে। বাংলাদেশের অবশিষ্ট অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেয়ার অনুকূল অবস্থা বিরাজ করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

ইত্তেফাক/এমআরএম