মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অনিক আঘাত প্রাপ্ত বা শারীরিকভাবে লাঞ্ছিত হননি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৭:৪৩

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার অনিক সরকার কারারক্ষী বা কারাবন্দি কারও দ্বারাই আঘাত প্রাপ্ত বা শারীরিকভাবে লাঞ্ছিত হননি। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষ ও কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষ ও কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিডেগিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার বক্তব্য তুলে ধরে বলা হয়, ‘অনিক সরকার গ্রেফতার হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে অনিক সরকারকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কারা সেলে রাখা হয়।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিষয় পরিবর্তন ও কোটার তালিকা প্রকাশ ১৭ অক্টোবর

কারা অভ্যন্তরে প্রবেশের পর অনিক সরকার কারারক্ষী বা কারাবন্দি কারও দ্বারা আঘাত প্রাপ্ত বা শারীরিকভাবে লাঞ্ছিত হননি এবং মিডিয়াতে প্রচারিত এ সংবাদটি সত্য নয় বলে জানান তিনি। বাসস

ইত্তেফাক/কেকে