শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘সব সম্প্রদায়ের মানুষের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করছে সরকার’

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বর্তমান সরকার সব সম্প্রদায়ের মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।' বৃহস্পতিবার গারো সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ওয়ানগালা’ উদ্যাপন উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সকল শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আমরা সকল সম্প্রদায়ের মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।'

তিনি আরও বলেন, 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে গারো সম্প্রদায়ের অনেকেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা অর্জনে অবদান রেখেছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে বাংলাদেশের গারো সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সকলের সঙ্গে শান্তি পূর্ণভাবে বসবাস করে আসছেন। তাদের স্বকীয়তা, বৈচিত্র্যময় সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য দেশকে সমৃদ্ধ করেছে।'

এ সময় ‘ওয়ানগালা’ উৎসবের সার্বিক সাফল্য কামনা করে শেখ হাসিনা বলেন, 'আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশকে একটি উন্নত-সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ, ‘সোনার বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলকে সক্ষম হব।' বাণীতে তিনি ‘গারো সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ওয়ানগালা’ উদ্যাপিত হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং গারো সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

ইত্তেফাক/জেডএইচডি