শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবারের বইমেলাতেও আসছে প্রধানমন্ত্রীর লেখা নতুন বই

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৫২

দরজায় কড়া নাড়ছে অমর একুশে বইমেলা-২০২১। মাত্র একদিন পর ১৮ মার্চ অমর একুশের বইমেলার শুভ উদ্বোধন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। এবারের মেলায় প্রকাশিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘মাই ফাদার, মাই বাংলাদেশ’। 


আগামী প্রকাশনী থেকে প্রকাশিত বইটি মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে। বইটি অনুবাদ করেছেন সুনন্দন রায় চৌধুরী, সম্পাদনা করেছেন ড. রাশিদ আসকারী। বইটির মূল্য হতে পারে ২৫০ টাকা।

শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থের নির্বাচিত ছয়টি প্রবন্ধের অনুবাদ এ গ্রন্থে স্থান পেয়েছে। প্রবন্ধগুলো হলো; বাংলাদেশ উইন্স ফ্রিডম, মাই ফাদার শেখ মুজিবুর রহমান, মেমোরিস অব টুঙ্গীপাড়া অ্যান্ড দ্য ফিউচার অব রুরাল বাংলাদেশ, দ্য মার্ডার অব শেখ মুজিব অ্যান্ড দি অ্যাটাক অন আওয়ার ইয়াং নেশন, দ্য হাউস অন ধানমন্ডি থার্টিটু এবং এ পিলগ্রিমেজ অব দ্য নেশন।

আগামী প্রকাশনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও ১৪টি বই প্রকাশ করেছে। সেগুলো হলো, ‘শেখ মুজিব আমার পিতা’, ‘নির্বাচিত প্রবন্ধ’, ‘সাদাকালো’, ‘ওরা টোকাই কেন’, ‘দারিদ্র্য দূরীকরণ: কিছু চিন্তাভাবনা’, ‘বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’, ‘বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা’, ‘আমরা জনগণের কথা বলতে এসেছি’, ‘সহে না মানবতার অবমাননা’, ‘বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ‘লিভিং ইন টিয়ার্স’, ‘পিপল অ্যান্ড ডেমোক্রেসি’, ‘ডেমোক্রেসি ইন ডিসট্রেস ডিমান্ড হিউম্যানিটি’ ও ‘ডেমোক্রেসি পভার্টি এলিমিনেশন অ্যান্ড পিস’।

সবগুলো বই অমর একুশে গ্রন্থমেলায় আগামী প্রকাশনীর প্যাভিলিয়নে পাওয়া যাবে।


ইত্তেফাক/এনএ