বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাবলিক টয়লেট ব্যবহারে নারীর বিড়ম্বনা

আপডেট : ০৮ মার্চ ২০২১, ১২:১৭

পাবলিক টয়লেটের সংখ্যা নগণ্য বললেই চলে। আর যে ক’টি পাবলিক টয়লেট রয়েছে সেগুলোও প্রায় ব্যবহারের অনুপযোগী—অপরিষ্কার, দুর্গন্ধযুক্ত। অনেক ক্ষেত্রে নেশাখোরদের উপদ্রবের ভয়েও পাবলিক টয়লেট ব্যবহার থেকে বিরত থাকেন নারীরা।

হাসপাতাল-মসজিদ-শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেটগুলোও বেশির ভাগ সময় থাকে অপরিষ্কার। আবার অনেক টয়লেটে বৈদ্যুতিক সংযোগ বা পানির সুব্যবস্থা থাকে না। পাবলিক টয়লেটের বিড়ম্বনা এড়াতে অনেক নারীই দীর্ঘক্ষণ পানি পান করা থেকে বিরত থাকেন। যার ফলে শরীরে পানিশূন্যতা দেখা দেওয়া ছাড়াও ইউরিন ইনফেকশনসহ কিডনির নানা রকম জটিলতা সৃষ্টি করতে পারে।

প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবসে নারীর উন্নয়নের জন্য হরেক রকমের কথা বলা হয়। কিন্তু নারীর সমস্যাগুলো সমাধানে আমাদের সমাজ কতটুকু সচেতন? নারীর উন্নয়ন সাধনে সর্বাগ্রে নারীর সমস্যাগুলো সমাধান করতে হবে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও টয়লেট সমস্যা গুরুত্বহীনই রয়ে যায়।

পরিশেষে, নারীর সুস্থ জীবন গড়ে তোলার ক্ষেত্রে পাবলিক টয়লেটগুলোকে ব্যবহার উপযোগী করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ইত্তেফাক/জেডএইচডি

এ সম্পর্কিত আরও পড়ুন