চীনে বাংলাদেশের শিল্পীর একক চিত্র প্রদর্শনী
- আগামী ২১ মে ২০১৯ চায়নার কুনমিং এর ইউনান আর্টস ইউনিভার্সিটির ফাইন আর্টস গ্যালারিতে শুরু হতে যাচ্ছে ‘দ্যা সংস অব ফিশারম্যান’ শিরোনামে বাংলাদেশি শিল্পী মং মং সোর একক চিত্রকলা প্রদর্শণী। এই প্রদর্শণীটি কিউরেটিং করছেন চায়নার মাস্টার আর্টিস্ট, আর্টস ইউনিভার্সিটির চারুকলা বিভাগের প্রধান প্রফেসর চ্যান লিও ইউনান। ছবি: ইত্তেফাক
- শিল্পী মং মং সো গত প্রায় সাত বছর যাবৎ ইউনান আর্টস ইউনিভার্সিটিতে চায়না সরকারের বৃত্তি নিয়ে চারুকলার ছাত্র হিসেবে অনার্স ও মাস্টার্স ডিগ্রী শেষ করেন। এর ভেতর বিশ্বের নানা দেশে তার চিত্রকর্ম প্রদর্শিত ও পুরষ্কৃত হয়েছে। ছবি: ইত্তেফাক
- বাংলাদেশের কক্সবাজার উপকূলীয় মহেশখালী উপজেলায় জন্ম নেওয়া মং মং সোর শৈশবের একটা বড় অধ্যায় কাটে এই অঞ্চলের সমুদ্র, মাছ ধরা নৌকা আর জেলে পল্লীর পরিবেশে।নিজের জীবনের সঙ্গে জড়িত থাকায় তিনি বাংলাদেশের এই সমাজের গল্প নিজের চিত্রকর্মে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। ছবি: ইত্তেফাক
- চিত্রকলা প্রদর্শনীতে ইউনানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও উপস্থিত থাকবেন। ছবি: ইত্তেফাক