পলিথিনের বিকল্প কলাপাতা
- বর্তমান বিশ্বে পলিথিন ও প্লাস্টিক ব্যাগ পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। ফলে এর বিকল্প হিসেবে কলাপাতা ব্যবহার করা হচ্ছে থাইল্যান্ডে। সস্তা ও স্বাস্থ্যসম্মত এ কলাপাতায় সাশ্রয় হচ্ছে অর্থেরও। তাই জনপ্রিয় হয়ে উঠেছে এটি। ব্যাংককসহ থাইল্যান্ডের সুপারমার্কেটগুলোতে এখন সবজিসহ নানা পণ্য কলাপাতা দিয়ে বাঁধতে দেখা যাচ্ছে। ছবি: মাদারশিপ
- একটি ভালো সূচনা হিসেবে পরিবেশবান্ধব এ উদ্যোগের প্রশংসা করছেন বেশিরভাগ মানুষ। ছবি: মাদারশিপ
- কলাপাতা দিয়ে সবজি ও ফল সুন্দরভাবে বাধা হচ্ছে। তবে কেউ কেউ বলছেন, কলাপাতা দিয়ে প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করা যাবে না। ছবি: মাদারশিপ
- কলাপাতা দিয়ে সবজি বেঁধে রাখা হয়েছে। ছবি: মাদারশিপ