শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৯:৩৩

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার কিছুক্ষণ পর সম্মেলনে উপস্থিত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগকে শৃঙ্খলা লীগ বলেন।

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনে যোগ দিতে সকাল থেকে ঢাকা মহানগর উত্তরের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা মিছিল নিয়ে কেআইবি চত্বরে উপস্থিত হতে থাকেন। এসময় সম্মেলন স্থলে মঞ্চের সামনে জায়গা পাওয়াকে কেন্দ্র করে ইসহাক মিয়া ও ফরিদুর রহমান খান ইরান সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়। তবে পরিস্থিতি অবনতি হতে থাকলে ইসহাকের সমর্থকরা সম্মেলন স্থান ছেড়ে পাশে অবস্থান নেন। এর কিছুক্ষণ পরে ওবায়দুল কাদের সম্মেলনস্থলে এসে উপস্থিত হন। এরপর তিনি শান্তির প্রতীক পায়রা এবং বলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া। আর ফরিদুর রহমান খান ইরান হলেন মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক। তারা দুইজনই এবার উত্তরের সভাপতি পদের প্রার্থী। 

ইত্তেফাক/জেডএইচ