বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০০:২৬

দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। ফলে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ হচ্ছে না। তবে রবিবার একই স্থানে সমাবেশ করার জন্য চেষ্টা করছে দলটি। অনুমতি মিললে রবিবার হবে বিএনপির সমাবেশ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, আজ শনিবার সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি বিএনপির আছে। কিন্তু সমাবেশ করতে পুলিশ এখনো অনুমতি দেয়নি। সঙ্গত কারণে সমাবেশ হচ্ছে না। তবে রবিবার সমাবেশ করার অনুমতির জন্য আমরা চেষ্টা করছি। অনুমতি মিললে রবিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ হবে।

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ না হলেও পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বাইরের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: এমপি বুবলীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শনিবার ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ইত্তেফাক/কেকে