রবিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

বিএনপির লোগো। ছবি: সংগৃহীত
ইত্তেফাক রিপোর্ট২০:৫৮, ১৪ ডিসেম্বর, ২০১৯ | পাঠের সময় : মিনিট
বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
দেশব্যাপী জেলা ও মহানগরী এবং ঢাকায় থানায় থানায় এই বিক্ষোভ হবে। বিক্ষোভে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণ করার জন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি কর্মসূচি পালন করবে।
ইত্তেফাক/জেডএইচ