শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোট গণনা চলছে, এগিয়ে আওয়ামী লীগ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:২২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কয়েকটি আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত বেসরকারিভাবে ৬২ আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ৬১টি আসন। আর ১টি পেয়েছে ঐক্যফ্রন্ট।

একইসঙ্গে রবিবার রাতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ইসি কার্যালয় থেকে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর দেন।

রবিবার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকালে অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। তবে বেশির ভাগ কেন্দ্রেই বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের এজেন্ট না থাকার খবর সকাল থেকে পাওয়া গেছে।

এদিকে, বিক্ষিপ্ত সহিংসতা, সংঘর্ষ ঘটে কয়েকটি কেন্দ্রে। প্রায় ৫১টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট বর্জনের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: নিউ ইয়র্কে শিশু অপহরণের অভিযোগে চার ইহুদি অভিযুক্ত

ইত্তেফাক/এমআই