শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘বাজার উন্মুক্ত থাকলে কাঁচা চামড়ার প্রকৃত মূল্য পাওয়া যায়’

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২০:২৯

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাজার উন্মুক্ত থাকলে কাঁচা চামড়ার প্রকৃত মূল্য পাওয়া যায় এবং চামড়া বিক্রি করে হতদরিদ্র ও এতিমরা উপকৃত এবং প্রকৃত মূল্য পাবে।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে ইত্তোফাকুল মুসলিমিন-এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ইত্তোফাকুল মুসলিমিন-এর মহাসচিব-মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া উপস্থিত ছিলেন।

জিএম কাদের বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগি করতে হবে। জাতীয় পার্টি শুরু থেকেই ধর্মীয় অনুশাসনকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে আসছে। জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে আলেম-ওলামাদের প্রতি তিনি আহবান জানান।

পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করে গড়ে তোলা হবে। বাসস

ইত্তেফাক/কেকে