শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইসির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক আজ

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৫:৫৩

নির্বাচন কমিশনের (ইসি) সাক্ষাৎ করতে আজ বুধবার নির্বাচন ভবনে যাচ্ছে আওয়ামী লীগ। বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ইসিতে আসবে। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান তথ্য জানিয়েছেন।

 

 

রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ নামে নতুন একটি আইন প্রণয়নে হাত দিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে দলগুলোকে মতামত দিতে গত জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তবে আওয়ামী লীগ সময় চাইলে সেটা ৩১ জুলাই পর্যন্ত বাড়ায় ইসি।

 

আসাদুজ্জামান জানান, বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। সে বিষয়টি নিয়েও আলোচনা করতে পারে দলটি।

 

আরো পড়ুন বাংলাদেশ আর আমার বয়স একই :জয়

নতুন দল নিবন্ধন আইনের খসড়ায় বেশকিছু শর্ত কঠোর এবং কোনোটা শিথিল করার প্রস্তাব করা হয়েছে। নিয়েই মতামত চেয়েছে ইসি।

 

 

ইত্তেফাক/ইউবি