শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় আগের মতো নয়: রাঙ্গা

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২০:৪১

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্যাপক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

তিনি বলেছেন, 'বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় আগের মতো নয়। আমরা আগে যে স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছি, তার ব্যাপক পরিবর্তন এসেছে। এ কারণে জনগণ এখন ভালো সেবা পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজও অনেকজন বদলি হয়েছে।'

বুধবার (২৯ জুলাই) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয় সভায় যোগদান শেষে  সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দলের মহাসচিব পদ থেকে সরানো প্রসঙ্গে রাঙ্গা বলেন, 'মহাসচিব পরিবর্তন করার একক ক্ষমতা জাতীয় পার্টির চেয়ারম্যান রাখেন। এটা আমাদের দলে মাঝে মাঝে হয়, অনেকটা রুটিন ওয়ার্কের মত। গঠনতন্ত্রের ২০ ধারা মোতাবেক চেয়ারম্যান এটি করতে পারেন।'

আরো পড়ুনঃ করোনার বিধি নিষেধে মক্কা-মদিনায় অর্থনৈতিক ধস!

তিনি বলেন, ‌'মহাসচিব পদ থেকে সরানোয় পরিবহন সেক্টরসহ অন্যান্য দিকে সময় দিতে পারছি। এটি আমার জন্য ভালো হয়েছে।'
সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তিস্তার ডান তীর রক্ষায় ৩’শ কোটি টাকা দিয়েছিলেন বলে রংপুর শহরে তিস্তার পানি ঢুকতে পারেনি। বাম তীর রক্ষায় ৩’শ কোটি টাকা চেয়েছি। যদি এটি পাওয়া যায়, তবে তিস্তা নদীর ভাঙ্গনের হাত থেকে বাম তীরের মানুষকে রক্ষা করা যাবে।'

এসময় উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু, হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক খতিবার রহমান, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম  ও মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির প্রমুখ।

ইত্তেফাক/এমএএম