বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নতুনরাই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে: ওবায়দুল কাদের

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৬:১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘নতুন মন্ত্রী পরিষদই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। প্রধানমন্ত্রী জানেন কাকে কোন পদে দিলে নির্বাচনের ইশতেহার যথাযথ ভাবে বাস্তবায়ন হবে। তাই প্রধানমন্ত্রী নিজের অভিজ্ঞতা থেকেই এ মন্ত্রী পরিষদ গঠন করেছেন।’ 

আগামী ৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে আরো উন্নত, আরো সমৃদ্ধ, আরো আলোকিত বাংলাদেশ দেখতে পারবো বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

দুপুর ১ টা ৩০মিনিটে ওবায়দুল কাদের ঢাকা থেকে বাসে করে মন্ত্রী পরিষদের ৪৭ সদস্যের সঙ্গে টুঙ্গিপাড়ায় আসেন। বাস থেকে নেমে মন্ত্রী পরিষদের সদস্যরা ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে যান। 

আরও পড়ুনঃ এবার জরুরি অবস্থার কথা এড়িয়ে গেলেন ট্রাম্প

পরে তারা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ইত্তেফাক/কেকে