শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হার্ট অ্যাটাক করেছেন রিজভী, অবস্থা ক্রিটিক্যাল

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৮:৩৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করেছেন। তার অবস্থা ক্রিটিক্যাল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব অধ্যাপক  ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, উনার অবস্থা ক্রিটিক্যাল। এখনই কিছুই বলা যাচ্ছে না।

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রিজভীকে ভর্তি করা হয়েছে। তিনি অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে রিজভীকে দেখতে বিকালে হাসপাতালে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি চিকিৎসকদের কাছ থেকে রিজভীর চিকিৎসার খোঁজ-খবর নেন।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে উঠার পরই বুকে ব্যথা অনুভব করেন তিনি। প্রথম তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচ