ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিলি, সম্পাদক কামরুন

ফাইল ছবি
ইত্তেফাক রিপোর্ট২১:৪৮, ০৪ ডিসেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৬ মিনিট
শেখ মিলিকে সভাপতি এবং কামরুন নাহার ইভানাকে সাধারণ সম্পাদক করে ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম এবং সাধারণ সম্পাদক নার্গিস রহমান বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটিতে সহ সভাপতি করা হয়েছে কাজী খুরশিদা হক, অরুনা বিশ্বাস, কল্পনা সরকার, মৌমিতা রহমান, আফরুজা খান, রেহেনা আক্তারসহ ১১ জন।
আরো পড়ুন : জঙ্গি সংগঠন 'আল্লাহর দল'র আঞ্চলিক প্রধান গ্রেফতার
এছাড়া সেগুফতা সালাম ঈশিতা, শামীমা আক্তার, বিথী হাছান, কাজী সাজিয়া জামান ও সীমা রায়কে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার দিলু, নাদিয়া তাবাসসুম, তাসলিমা আক্তার, জেসমিন আক্তার ও জ্যোতি রায়।
ইত্তেফাক/ইউবি