শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় নির্বাচন

প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বুধবার 

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৮:৩৭

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা বুধবার বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৫৬ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। 

আরো পড়ুন : মামলা তদন্তে হাটহাজারী মাদরাসায় পিবিআই দল

৫৬ পৌরসভার মধ্যে ৩১টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ২৫টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। এ পর্যন্ত চার ধাপে ২০৬টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।


ইত্তেফাক/ইউবি